সুদীপ নাথ আপনাদের স্বাগত জানাচ্ছে

এই ব্লগে আপনাকে স্বাগত ...... আপনার সুচিন্তিত মন্তব্য এই ব্লগকে আরও সমৃদ্ধ করবে ...... তার জন্যে সনির্বন্ধ অনুরুধ রইল

Tuesday, 30 June 2015

যান দুর্ঘটনা এড়ানোর পদ্ধতি -- পর্ব ৫



যান দুর্ঘটনা এড়াতে চালকের করণীয়


আমরা যত ভাল চালকই হই না কেন, মনে রাখতে হয়, বিপরীত দিক থেকে যেসব গাড়ি আসছে, সেই চালকের উপর, আমাদের কোন নিয়ন্ত্রন নেই

আমরা যদি চাকুরিরত চালক হ তাহলে, মাদের গাড়ির মালিক যতই চাপাচাপি করুক না কেন, আমরা কোন পরিস্থিতিতেই গাড়িতে ত্রুটি থাকলে, তা সারাই না করে গাড়ি চালাব না।

আমরা যেন কোন পরিস্থিতিতেই ভাগ্যের দোহাই দিয়ে গাড়ি না চালাই

কোন পরিস্থিতিতেই, যেমন হয়তোবা সামনের বিপদজনক যায়গাটা কোনরকম পেরিয়ে যাবভেবে, নিজের ও আরোহীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলব না।

মারাত্মক দুর্ঘটনা চালক জীবনে একবারই ঘটায়। কিন্তু এখনও যারা মারাত্মক দুর্ঘটনা ঘটায়নি, সেইসমস্ত সব চালকরাই ভাবে, “কোনদিন তো দুর্ঘটনা ঘটল না, আমি তো ওস্তাদ, আমার কিছুই হবেনাএই ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখব


মনে রাখতে হয়, সামনের অজানা পরিস্থিতি আর গাড়ির ইঞ্জিন,  মাদের ইচ্ছাধীন নয়, এবং তা আমাদে বিপদ-আপদের তোয়াক্কা করেনা।
  
মাদে নিজের জন্য, মাদের সন্তান আর পরিবারের জন্যই আমরা গাড়ি চালাই।
 
গাড়িতে ঝালর, ফটো, পর্দা, খেলনা ইত্যাদি লাগিয়ে, নিজের এবং আরোহীদের দৃশ্যমানতা কোনভাবেই কমানো উচিত নয় চালক ও আরোহীরা যেন সামনে, পিছনে, ডানদিকে ও বাঁদিকে, বাইরের সবকিছু ভাল ভাবে দেখতে পায় তা সুনিশ্চিত রাখতে হয়।

বাইরের দৃশ্যমানতা কমানো আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইন কঠোর ভাবে পালন করতে হবে

১০ বিপরীত দিক থেকে যে গাড়ি গুলো আসছে, তার কোন চালক যেসব বিষয়ে জড়িত থাকতে পারেঃ-

) সে হয়তো কুসংস্কার বসে, ফাঁড়া কাটাতে মাদুলি, রত্ন ধারন করে নিশ্চিন্তে এক্সেলেটার চাপতে দুঃসাহসী

) তার হয়তবা কোনদিন দুর্ঘটনা ঘটেনি, তাই নিজেকে মাত্রাতিরিক্ত সাহসী মনে করে
 
) তার হয়তবা বিশেষ কোনও ওষুধ খেতে হয়েছে, যা খেয়ে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী যান চালনা নিষিদ্ধ

) তার নির্দিষ্ট সময়ের মধ্যে কোথাও হয়ত যেতে হবে, যেমন- হাসপাতাল, ইন্টারভিউ, পরীক্ষা কেন্দ্র

) সে হয়ত মদ খেয়ে মাত্রাতিরিক্ত কর্তব্য বোধহীন

) সে হয়ত বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়েছে

) তার সন্তান,স্ত্রী বা আপনজন হয়ত গুরুতর অসুস্থ
 
) তার গাড়িতে হয়ত কোন রোগী, অপরাধী বা বিপদজনক বস্তু আছে
 
) সে হয়ত আরোহীর সাথে গল্পে মগ্ন

) সে মদ খেয়ে হয়তবা দ্বিধাগ্রস্ত তথা কিংকর্তব্যবিমুর
 
) তার হয়ত আরেকটা ট্রীপ ধরতে হবে

) সে হয়ত অসুস্থ

) সে হয়ত ক্ষীণদৃষ্টির রোগী বা তার শ্রবণ শক্তি কম

) সে হয়ত মদ খেয়ে হাত পা টলমল অবস্থায় আছে

) সে মদ হয়ত খেয়ে মাত্রাতিরিক্ত সাহসী বোধে আচ্ছন্ন

1 comment :

  1. http://sudipnath54.blogspot.com/2015/06/blog-post_61.html?m=1

    ReplyDelete