এই
নিবন্ধটির অবতারণা তাদেরই জন্যে যাদের ইচ্ছে হয় ধূমপান ছেড়ে দেয়ার,
অথচ ছাড়তে পারছেন না এবং তাদেরও জন্যে যারা আত্মীয়পরিজনকে ধূমপান
থেকে বিরত করতে চান। মনে রাখতে হবে খৈনী, জর্দা, নস্যি, দোক্তা ইত্যাদির নেশাও নিকোটিনের জন্যেই
হয়। ফর্মুলা একই। তাই আলাদা করে নাম উল্লেখ করছি না।
যারা নিজে ধূমপান
করেন না, তাদের সবারই সেই একই কথা –
“ধূমপান মারাত্মক ক্ষতিকর, এটা ছেড়ে
দিলেই তো সব সমস্যা মিটে যায়”। কথাটা বলা খুবই সহজ। কিন্তু যারা ধূমপানে আসক্ত, যারা ইচ্ছে
থাকলেও তা ছাড়তে পারছেন না, তারাই
জানেন এই ছেড়ে দেয়াটা কতটুকু কঠিন। শুধু তাই নয়, তারা
দৃঢ়ভাবেই বিশ্বাস করেন, এই জীবনে
তাদের ধূমপান ত্যাগ করা হয়ত সম্ভব নয়। নতুবা এক কথায় সবাই ধূমপান ছেড়ে দিত।